সংবাদদাতা,কাঁকসাঃ- রবিবার কাঁকসার বেলডাঙ্গা থেকে ৪টি বালি বোঝাই ট্রাক্টর আটক করল কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে কাঁকসার বনকাটির অজয় নদ থেকে বেআইনিভাবে অতিরিক্ত বালি বোঝাই করে পানাগড়ের দিকে আসছিল ট্রাক্টরগুলি। সেইসময় কাঁকসা থানার পুলিশ গাড়িগুলোকে আটক করে। বৈধ কাগজ না থাকার জন্য ট্রাক্টর গুলির পাশাপাশি আটক করা গাড়ির চার চালককেও । এদিন আটক হওয়া চার জনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।