eaibanglai
Homeএই বাংলায়লটারির আড়ালে 'ঘুঁটি খেলা' ৪ জুয়াড়ি গ্রেফতার দুর্গাপুরে

লটারির আড়ালে ‘ঘুঁটি খেলা’ ৪ জুয়াড়ি গ্রেফতার দুর্গাপুরে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুরঃ- বিগত বেশ কয়েক বছর ধরে এই রাজ্যে ভিন রাজ্যের লটারির টিকিট ঢুকে পড়েছে। নাগাল্যান্ড সরকারের ডিয়ার লটারির রমরমা গোটা রাজ্যজুড়ে। বহু পুরস্কার থাকার কারণে এই লটারি টিকিটের প্রতি আকৃষ্ট গ্রাহকরা। কিন্তু এই লটারি খেলার সাথে সাথে অন্য একটি খেলা শুরু হয়ে যায় শহর দুর্গাপুর জুড়ে। আর কোটি কোটি টাকার এই খেলাকে সামনে রেখেই বহু লটারি বিক্রেতা রাতারাতি কোটিপতি হয়ে যান। দুর্গাপুরের এরকম চারজন লটারি খেলার আড়ালে যারা এই ‘ঘুঁটি খেলা’ চালাচ্ছিল তাদেরকে দুর্গাপুর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। ধৃতদের নাম বিশ্বজিৎ ভান্ডারী, বাপি বিশ্বাস, রাজাগোপাল অধিকারী এবং বিক্রম ঘোষ। এদের চারজনের বিরুদ্ধে ৪২০ ও ৩৪ নম্বর ধারায় পুলিশ স্বত:প্রণোদিত মামলা করে। শুক্রবার তাদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। লটারির টিকিট বিক্রির আড়ালে বহু যুবক বেশ কয়েক বছর ধরে এই খেলা চালিয়ে যাচ্ছে। এর ফলে সরকারকে কর দেওয়া বৈধ লটারির টিকিট বিক্রি অনেকটাই কমে গেছে বলে অভিযোগ। নাগাল্যান্ড এবং মনিপুর রাজ্যের লটারি টিকিটের প্রথম পুরস্কারের শেষ ডিজিটকে সামনে রেখেই স্থানীয় কিছু জুয়াড়ি বড় অংকের টাকার রমরমা জুয়া খেলা চালাচ্ছিল শহর দুর্গাপুর জুড়ে।

এদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি সূত্র মারফত জানা গেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের চন্ডীদাস বাজার, আশিস মার্কেট, বেনাচিতি জলখাবার গলি, ট্রাঙ্ক রোড, ৫৪ ফুট এলাকা, ভিরিঙ্গি মোড়, দুর্গাপুর স্টেশন বাজার, উখড়া, গোপাল মাঠ, মামরা বাজার, মুচিপাড়া বাজার এলাকায় এই ধরনের অবৈধ লটারি খেলা অর্থাৎ ‘ঘুঁটি খেলা’র রমরমা চলছে। ইতিমধ্যেই পুলিশের একটি বিশেষ দল এই সকল জুয়াড়িদের বিরুদ্ধে অভিযানে নেমেছে এবং আগামী দিনে আরো অনেকে গ্রেপ্তার হতে পারেন এই ব্যবসার সঙ্গে জড়িত থাকার সন্দেহে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments