রাখে হরি তো মারে কে, ব্রিজ থেকে নদীগর্ভে পড়ে গেলেও প্রাণে বেঁচে চারজন

494

সংবাদদাতা, বাঁকুড়াঃ- কথায় আছে রাখে হরি তো মারে কে, সেই কোথায় কিন্তু সত্যি প্রমাণিত হলো। আজ দীঘা থেকে গয়া যাওয়ার জন্য বেরিয়েছিলেন চারজন। একটি ছোট সুইফট ডিজার গাড়ি করে দীঘার থেকে বাঁকুড়ার উপর দিয়ে যাওয়ার পথে বাঁকুড়া গঙ্গাজলঘাটি থানার শালী নদীর ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং টপকে পড়ে যায় গাড়িটি। নদীগর্ভে পড়ে গেলেও যাত্রীদের নাম মত আহত হলেও সবাই কিন্তু প্রাণে বেঁচে যায়। ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ এসে সবাইকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। বাঁকুড়া-রানীগঞ্জের রাস্তার উপরে গঙ্গাজলঘাটি থানার অমরকানন এর কাছে এই দুর্বল সেতু। দীর্ঘদিনের এই সেতু দিয়ে একটি দুটি গাড়ি যাতায়াত করতে পারে। সেতুর উপর থেকে নিচে পড়ে তাদেরকে এই প্রাণ রক্ষা হলো সেটা হয়তো ভগবানই সহায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here