সংবাদদাতা, কাঁকসাঃ- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল চারজন। ঘটনাটি ঘটেছে পানাগড় বাইপাসে কলকাতাগামী রাস্তায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বুদবুদ থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে দুর্গাপুর বিধান নগর মহকুমা হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা গেছে ছোট গাড়িটি দুর্গাপুর থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরি পেছনে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বুদবুদ থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং যান চলাচলও স্বাভাবিক করে।