সংবাদদাতা, ইংরেজবাজারঃ- নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এবার উত্তরবঙ্গের মালদা জেলায়। বাড়িতে সেই সময় কেউ না থাকাকালীন এই সুযোগ নিয়ে চার বছর শিশুকে নিগ্রহের অভিযোগ উঠল এই এলাকারই এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুবকের বাড়িতে হানা দিয়ে ভাঙচুর করে উত্তেজিত গ্রামবাসীরা। এই শোকাহত ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা নামক এলাকায়। ওই অভিযুক্ত যুবক কনক রবিদাস এই ঘটনার পর থেকেই বেপাত্তা হয়ে গেছে। ইতিমধ্যে পুলিশ এই ঘটনার হসিশ করতে নেমে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই দিন কনক রবিদাস বাড়িতে লেপ সেলাইয়ের কাজ করছিল, শিশুটি তখন বাড়িতে একাই ছিল। বাচ্চাটির মা পাশের অঙ্গনওয়ারীতে খাবার আনতে গিয়েছিল। সেই সুযোগ নিয়ে কনক ওই বাড়িতে ঢোকে এবং এবং এই অসামাজিক কাজে লিপ্ত হয়। তার মা বাড়িতে ফিরলে শিশুটি সমস্ত ঘটনা তার মাকে জানায়। ব্যাপারটি জানাজানি হলে গ্রামের উত্তেজিত জনতা ওই যুবকের বাড়িতে হানা দেয় এবং ব্যাপক ভাঙচুর করে। শিশুর পরিবারের অভিযোগে পুলিশ তদন্তে নেমেছে। অভিযুক্ত ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে।