সংবাদদাতা, দুর্গাপুর ও দক্ষিণ দিনাজপুর :- ভয়াবহ দু্র্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের আটোর এলাকায়। জানা গেছে বালুরঘাট ব্লকের পতিরামের এলাকা থেকে তিন বাইক আরোহী মাহিনগর এর দিকে যাওয়ার পথে ট্রাকটারের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এই ঘটনায় তিন বাইক আরোহী ঘটনাস্থলেই প্রান হারায়। মৃতদের পরিচয় জানা যায়নি তবে সুত্রে জানা গেছে মৃতদের বাড়ি মাহিনগর এলাকায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জেলায় এসে জেলায় ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুলিশ সুপার কে ভৎসনা করেন। তারপরও এই ঘটনায় জেলা পুলিশ কতটা নড়েচড়ে বসে এখন সেটাই দেখার। অন্যদিকে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর দু নম্বর জাতীয় সড়কে ফ্লাই ওভারে উল্টো দিক আসছিল বাইক আরোহী। দুর্গাপুর থেকে কলকাতা যাবার লেনে ম্যাটাডোর দ্রুত গতিতে থাকায় বাইকের ধাক্কা লাগে। বাইকে থাকা দুইজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত বাইক আরোহী নাম আকাশ ভান্ডারি(১৮) ঝান্ডাবাদের বাসিন্দা। অপর আর একজনের নাম জানা যায়নি।