বাঁকুড়ার মেজিয়া থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার পাঁচ জন

660

সংবাদদাতা, বাঁকুড়া:- গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মেজিয়া থানার ডাং মেজিয়া এলাকায় এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে সামান্য পরিমাণ গাঁজা উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গাজা চক্রের হদিশ পায়। গতকাল রাতেই পুলিশ অভিযান চালায় গোপালগঞ্জ এলাকায় সেখানে একটি গোপন ডেরায় থেকে উদ্ধার করা হয় প্রচুর গাজা। গ্রেপ্তার করা হয় আরো ৪ জনকে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল রাত্রে এই অভিযানে মেজিয়া থানার পুলিশ ৫০ কেজি গাঁজা উদ্ধার করে এবং গ্রেপ্তার করা হয় পাঁচজনকে আজ তোদের তোলা হবে বাঁকুড়া জেলা আদালতে পুলিশ সূত্রে জানা গেছে এরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গা থেকে গাঞ্জা কিনে এনে গাজার ব্যবসা চালাচ্ছিল। আসানসোল জামুড়িয়া বিহার বিভিন্ন জায়গায় এরা গাঁজা পাচার করত। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত চাইছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here