সন্তোষ মন্ডল, আসানসোলঃ- করোনা আবহে দলবদল অব্যাহত আসানসোলে। এদিন আসানসোলের উষাগ্রামের অগ্নিকন্যা ভবনে বিজেপি ছেড়ে ৫০ জন তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগাদান করানো হয়েছে। এই অনুষ্ঠানে মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুরের মেয়র তথা তৃণমূল নেতা দিলীপ অগস্তী,আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, পৌরনিগমের মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, পৌরনিগমের মেয়র পারিষদ পূর্ণশশী রায় সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন দুর্গাপুর পৌরনিগমের ৩১ নং ওয়ার্ডের ৫০ জন বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের ধারা দেখে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূলে যোগদান করেছে।