সংবাদদাতা,কাঁকসা:- করোনা আবহে স্বাস্থ্য বিধি নিষেধের কথা মাথায় রেখে এবার ৫০ বছরে পদার্পন হওয়া কাঁকসা মনোজপল্লীর সর্বজনীন দুর্গা মন্দিরের জাঁকজমক করে পুজো বন্ধ রাখলেন কমিটির সদস্যরা।পুজো কমিটির সভাপতি মৌসুমি ভট্টাচার্য্য জানিয়েছেন করোনার জন্য এলাকার মানুষের কথা ভেবেই এই সিধান্ত।কিন্তু তাদের মন্দিদের পুজো এবার ৫০ বছরে পদার্পন করেছে সেই কারণে মহালয়ার দিনেই কাঠামো পুজো দিয়েই দেবীর আগমনীর পুজো সারলেন তারা। তবে পুজোর চারটে দিন নিয়ম রক্ষার জন্য যা যা করণীয় সেই ভাবেই পুজো হবে। বড় মূর্তির বদলে ছোট মূর্তি দিয়েই হবে পুজো। তবে সব কিছু হবে সামাজিক স্বাস্থ্য বিধি নিষেধ মেনেই। পুজো কমিটির কোষাধ্যক্ষ মিতভাষী ঘোষ বলেন অন্যান্য বছর পুজোর চারটে দিন যে আনন্দ হয় সেই আনন্দ হবে না জেনেও ৫০বছর পদার্পনের পুজো দিয়ে দেবীর কাছে তারা এই প্রার্থনাই করবেন যেন বিজয়ার বিসর্জনের সাথে বিশ্ব থেকে করোনারও বিসর্জন হয়।