eaibanglai
Homeএই বাংলায়৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা মিষ্টি বিক্রেতার বাঁকুড়ায়

৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ বন্দনা মিষ্টি বিক্রেতার বাঁকুড়ায়

সংবাদদাতা,বাঁকুড়া:- আকাশে বাতাসে শরতের হিমেল হাওয়া, মায়ের আগমনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, তার আগেই গোটা দেশ মেতে উঠেছে গণপতি বাবার আরাধনায়। আর তাই এবার ৫১ কেজির লাড্ডু বানিয়ে রিতিমত নজর কেরেছেন বাঁকুড়ার ভৈরবস্থান মোরের ” পুষ্প সুইট ” দোকানের মিষ্টি বিক্রেতা জয়দেব চক্রবর্ত্তী। তার দাবি বাঁকুড়া শহরে এর আগে আর কেউ এতবড় লাড্ডু তৈরী করেনি। এর আগেও তিনি বড়ো লাড্ডু তৈরী করেছেন কিন্তু এতবড় এই প্রথম। ৫১ কেজির এই লাড্ডু তিনি তুলে দেন চাঁদমারি ডাঙ্গা পুজো কমিটির হাতে। জয়দেব বাবু জানান এই মতিচূর লাড্ডু তৈরী করতে প্রায় পাঁচদিন সময় লেগেছে যার আনুমানিক খরচ প্রায় ১১ হাজার টাকা। তবে এ ক্ষেত্রে তিনি টাকার অঙ্কের হিসেবের থেকে বেশি আন্তরিকতা দিয়েই লাড্ডু তৈরী করেছেন যাতে সকলের কাছে সুস্বাদু এবং গ্রহন যোগ্য হয়। তার হাতের নিপুন ভাবে তৈরী লাড্ডুর কদর যে আগামী দিনে বাড়বে তা আর বলার অপেক্ষা রাখে না ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments