সংবাদদাতা, পানাগড়:- গুরু নানকের ৫৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে রবিবার পানাগড় বাজারে একটি শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় কয়েক হাজার শিখ ধর্মের মানুষের পাশাপাশি অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও অংশ নেয় এদিন। এদিন পানাগড়ের গুরু দুয়ারে বিশেষ অনুষ্ঠানের পর দুপুর তিনটে থেকে শোভাযাত্রা পানাগড় দার্জিলিং মোড়ের কাছে আসে। সেখানে ধর্মীয় অনুষ্ঠানের পর ফের পানাগড় বিশ্বকর্মা মন্দির পর্যন্ত যায়। সেখানেও একটি ধর্মীয় অনুষ্ঠানের পর শোভাযাত্রা গুরুদুয়ারে ফিরে আসে। সেই শোভাযাত্রায় শিখ ধর্মের মানুষের হাতে জলের বোতল, বিস্কুট ধরিয়ে দেয় ইসলাম ধর্মের মানুষের। তারা বলেন সবাই আমরা ভাই, বন্ধু এখানে। আমরা একে অপরের অনুষ্ঠানে যোগদান করি সুখ দুঃখে পাশে থাকি এটাই এখানকার বৈশিষ্ট। জলের বোতল বিস্কুট হাতে পেয়ে খুশি শোভাযাত্রায় অংশ গ্রহন করা শিখ ধর্মের মানুষেরা। তারা বলেন আমরা হাসি মুখে তাদের গলা জড়িয়ে ধোরে তাদেরও শুভেচ্ছা জানিয়েছি কারণ আজ নবী দিবস। আজ শোভাযাত্রার শেষে বিশেষ লংগর খোলা হবে সকলের জন্য। এছাড়াও আজ থেকে দশ দিন ব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে জন্ম জয়ন্তী পালন করা হবে।