সংবাদদাতা, কালনাঃ- ৬২ বছর বয়সে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তিনটি খেলায় সোনা জিতে রাজ্যের মুখ উজ্জ্বল করলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। এই নিয়ে বিস্তর উল্লাস কালনা শহরে। সোনা জয় করে বৃহস্পতিবারই ছত্রিশগড় থেকে ফিরলেন সন্ধ্যা পাখিরা সরকার। সন্ধ্যা এখানকার পাটুলি শ্রীরামপুর হাই স্কুলের গেমস টিচার ছিলেন। ২০১৮ সালে অবসর নেন। এ বছর ছত্রিশগড়ের রায়পুরে অনুষ্ঠিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চারটি ইভেন্টে যোগ দেন তিনি। তার মধ্যে জ্যাভলিন থ্রো, লোহার বল ছুোড়ার শট পাট, তে তিনি তিনটি স্বর্ণ পদক পেয়েছেন। অন্য একটি ইভেন্টে তৃতীয় ব্রোঞ্জ পদক পেয়েছেন। এখানকার শ্যামপুর গ্রামের বাসিন্দা তিনি। তার স্বামী অনুপ সরকার বললেন ও শুধু আমার নয়, এখন গোটা রাজ্যের গর্ব। খুব ভালো লাগছে। ৬২ বছর বয়সে তিন তিনটে সোনা জিতে এসে দারুণ উচ্ছ্বসিত সন্ধ্যাও । বললেন সারা জীবন ধরে খেলাধুলার সাথে কাটালাম। আমার স্বর্ণ বিজয় আমার ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হলে সবচেয়ে ভালো লাগবে । জেলা স্কুল শিক্ষক বিভাগ জানুয়ারিতে সম্বর্ধনা দেবে সন্ধ্যাকে । সংবর্ধনা দেবে কালনা পুরসভাও বলে জানান শহরের পৌর প্রধান দেবপ্রসাদ বাগ।