সংবাদদাতা মুর্শিদাবাদ:-
বুধবার নতুন বছর কে স্বাগত জানানোর মুখে মাঝে চরম নারকীয় ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদবাসি বহরমপুরের কাশিমবাজার এলাকার বাসিন্দা গুণধর সৎ বাবা শ্রীকান্ত দাস সকলের অনুপস্থিতিতে তার বছর সাতেক এর সৎ মেয়েকে ধর্ষনের চেষ্টায় হাতেনাতে পাকড়াও হয় উত্তেজিত জনতার হাতে।সকলের ধরে ওই গুণধর শ্রীকান্ত কে গণধোলাই দিয়ে বরমপুর থানার পুলিশের হাতে তুলে দেয়।স্থানীয় সূত্রে জানা যায়,পেশাতে ঠিকা শ্রমিক এ যাবৎ গোটা তিনেক বিয়ে করেছে।সম্প্রতি এক স্বামী পরিত্যক্ত মহিলা কে বিয়ে করে সে।এদিন তার অনুপস্থিতে ওই নাবালিকা কে একা পেয়ে সেই সময়ে ঘরে ঢুকে ধর্ষনের চেষ্টা করে বলে অভিযোগ। চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকরা বেরিয়ে আসা অভিযুক্ত শ্রীকান্ত দাসকে ধরে ফেলে মারধর শুরু করে।