সংবাদদাতা, বর্ধমানঃ- উত্তর বছরের বৃদ্ধ বাবাকে মারধর করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। ধৃতের নাম সঞ্জয় রায় । খণ্ডঘোষ থানার বোয়াইচণডী গ্রামে তার বাড়ি। এই দিন দুপুরে বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে ১ বছর ধরে বাবা ও মায়ের ওপর নির্যাতন চালাচ্ছিল সঞ্জয়। বাবা-মাকে মাঝেমধ্যেই মারধোর করতো সে । রবিবার রাতে আলমারী খুলে টাকা বার করে নেয় সে। পরের দিন সকালে তার বাবা এই নিয়ে বলতে গেলে হাসুয়া দিয়ে সে মারতে যায়। মা স্বামীকে বাঁচাতে এলে সঞ্জয় তার গলা টিপে ধরে । এমনকি মাকে মেরে ফেলার হুমকি দেয় সে। সোমবার ঘটনার বিষয়ে খন্ডঘোস থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শম্ভুনাথ রায়। মঙ্গলবার থেকে বর্ধমান আদালতে পেশ করা হলে কৃতকর্মের জন্য ছেলে ক্ষমা চেয়ে নিয়েছে এবং জামিন হলে তার কোন আপত্তি নেই বলে আদালতে হলফনামা দেন শম্ভুনাথ বাবু । সরকারি আইনজীবী নারদ কুমার ভূঁইয়া অবশ্যই জামিনের বিরোধিতা করেন । সাওয়াল শুনে ধৃতের জামিন মঞ্জুর করেন সি জে এম রতন কুমার গুপ্তা ।