সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ-
৭৬ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের ওপর। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া গ্রামে। এদিন বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। রাতে বৃদ্ধার মেয়েরা ঘরে ফিরে এসে দেখেন রক্তাত্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বৃদ্ধা। এবং এও দেখতে পান বৃদ্ধার গোপনাঙ্গে গভীর ক্ষত। তৎক্ষনাৎ বৃদ্ধকে বাড়ি থেকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা বেগতিক দেখে সেখান থেকে ওই বৃদ্ধাকে বেলঘড়িয়ার একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন বৃদ্ধা ওই আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন। পরের দিন স্থানীয় প্রতিবেশীদের সাথে কথা বলে বৃদ্ধার মেয়েরা জানতে পারেন, আশিস শর্মা নামে এক ব্যক্তি বৃদ্ধার কাছে এসেছিল। ইতিমধ্যেই বৃদ্ধার পরিবার ভাটপাড়া থানায় পুলিশের কাছে ঘটনাটির একটি ডিজি করেন। পুলিশ বিভাগ সঙ্গে সঙ্গে তল্লাশি করে অভিযুক্ত আশিস শর্মাকে নিজেদের হেপাজতে নিয়েছে। পুলিশ জানিয়েছে, জেরার পরে আশিস গোটা ঘটনাটি স্বীকার করে নিয়েছে। অভিযুক্ত আশিস বলেন, বৃদ্ধার সঙ্গে তার ভালই ভাব ছিল। মাঝে মধ্যেই আশিস বৃদ্ধার বাড়িতে আসা যাওয়া করতেন। আশিসের এই কার্যকলাপে কিছুটা হতবাক স্থানীয় প্রতিবেশীরা। প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে রানাঘাটে এক চার্চের সন্ন্যাসীকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রানাঘাট সহ গোটা রাজ্যবাসী। পরে ব্যাপারটি যখন সামনে আসে তখন জানা যায়, আসলে অভিযুক্তুরা চার্চ লুঠ করতেই এসেছিল। কিন্তু চার্চের সন্ন্যাসী ব্যাপারটি বাঁধা দিতে যাওয়ায় তাকে ধর্ষণের শিকার হতে হয়। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভাটপাড়ায়।