সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- আসানসোল উমারানি গরাই মহিলা কল্যাণ হাই স্কুলের ছাত্রী অনুশ্রী ঘোষ মাধ্যমিকে নবম স্থান অধিকার করলো। অনুশ্রী’র প্রাপ্ত নম্বর ৬৮৪। অনুশ্রী ঘোষ বারাবনির লালগঞ্জের বালিয়াপুর গ্রামের বাসিন্দা। এই খবরে খুশি অনুশ্রীর পরিবার। এদিন অনুশ্রীকে মিস্টি মুখ করান পরিবারের সদস্যরা। এদিন স্কুলের তরফে ফোন করে অনুশ্রী কে এই খবর দেওয়া হয়েছে।
অনুশ্রী ঘোষ জানিয়েছেন, সারাদিনে সে আট ঘণ্টা পড়াশোনা করতো। স্কুলের শিক্ষিকা, টিউশন শিক্ষকদের পাশাপাশি বাবা এবং মা ও পড়াশোনায় সাহায্য করতো। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তো। মাধ্যমিকে ভালো ফলাফলের আশা করেছিল অনুশ্রী। আগামী দিনে জয়েন্ট নিয়ে পড়াশোনা করতে চাই। অনুশ্রীর বাবা বেসরকারি সংস্থায় কাজ করেন। অনুশ্রীর এই সাফল্যে খুশি পরিবার ও গ্রামের মানুষ। এর পাশাপাশি অনুশ্রী ঘোষকে স্কুল তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে।