জয়প্রকাশ কুইরি, পুরুলিয়াঃ- পাঁচ মাসের শিশু কন্যা উদ্ধার। জানা যায় মঙ্গলবার রাত প্রায় সাড়ে দসটা নাগাদ ঝালদা থানার ইলু গ্রামে ঢোকার পূর্বে বড়তল নামক স্থানে কে বা কারা তাদের পাঁচ মাসের কন্যা সন্তান কে ফেলে দিয়ে যায় বলে অভিযোগ। আর কিছুক্ষণ পরই ইলু গ্রামের বেশ কয়েকজন যুবকের নজরে আসে সেই কন্যা সন্তানটি। তার পরই ওই যুবকরাই খবর দেন গ্রামে কর্মরত সিভিক ভলেন্টিয়ার রাজেন দত্ত কে। রাজেন দত্ত দেরি না ছুটে আসেন ঘটনা স্থলে এরপর বিষয়টি তিনি জানান ঝালদা থানায়। সঙ্গে সঙ্গে ই ঝালদা থানার পুলিশের সহযোগিতায় সেই কন্যা সন্তান টিকে নিয়ে যাওয়া হয় ঝালদা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে,পরীক্ষা করা হয় তার স্বাস্থ্য। তার শারীরিক অবস্থা ভালো থাকায় বুধবার ঝালদা থানার পুলিশ কন্যা সন্তানটি তুলে দেন পুরুলিয়া চাইল্ড লাইনে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি ঝালদা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।