সংবাদদাতা, বারুইপুরঃ- সোনারপুরে শুট আউট। এদিন সকাল বেলায় পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে ৫ জন দুস্কৃতী এক যুবক কে নিশানা করে গুলি চালাল। গুলিতে ঝাঁজরা হয়ে যুবক টি রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে নিজের বাড়ির সামনেই। গুলি চালিয়েই ৫ জন দুস্কৃতী সেখান থেকেই বাইক নিয়ে পলাতক হয়। দক্ষিন ২৪ পরগনার সোনারপুর থানার রায়পুর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, এদিন সকাল বেলায় নারায়ন নামে ওই যুবক টি বাড়ি থেকে বেরিয়ে রায়পুরের বাজারের দিকে যাচ্ছিলেন। তৎক্ষনাৎ পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে নারায়ন কে গুলি করে ৫ জন দুস্কৃতী। স্থানীয়রা জানিয়েছেন, ওই ৫ জন দুস্কৃতি মুখ ঢাকা অবস্থায় এসেছিল। সাত সকালে গুলির আওয়াজ শুনে তড়িঘড়ি করে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়রা এসে নারায়ন কে উদ্ধার করে নার্সিংহোমের উদ্ধেশ্যে রওনা হন। কিন্তু নার্সিংহোমে নিয়ে যাওয়ার সময় পথেই নারায়নের মৃত্যু হয়। এরপরে নারায়নের পরিবার সোনারপুর থানায় ওই ৫ জন দুস্কৃতী দের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মৃত ব্যাক্তি নারায়ন পেশায় একজন জমি ব্যবসায়ী ছিলেন। বায়বসায়িক শত্রুতার কারনেই হয়তো এই খুন। পুলিশ এও বলেছেন, বছর দুয়েক আগে নারায়ন আরও একবার দুস্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন। তবে সেবার নারায়ন প্রানে বেঁচে যান। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। পুলিশ ইতিমধ্যেই নারায়নের পরিবারের প্রত্যেক সদস্যের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে দুস্কৃতীদের সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে।