সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :-
শণিবার পাণ্ডবেশ্বরের নবগ্রাম পঞ্চায়েতের জোয়াল ভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এগিয়ে বাংলা সংস্থার উদ্যোগে আয়োজিত হল মেগা স্বাস্থ্য পরীক্ষা শিবির।

দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় শিবিরটি হয়। সাড়ে ৩৫০ জন ব্যাক্তি বিনা মূল্যে শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান।

রোগিদের স্বাস্থ্য পরীক্ষা করতে উপস্থিত ছিলেন {১২}বারোজন বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিত্সক। শিবিরটির উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ।