সন্তোষ মণ্ডল, আসানসোলঃ- ভোটের মুখে বোমাতঙ্ক ছড়ালো কুলটি থানা অন্তর্গত নিয়ামতপুরের লছিপুর এলাকায়। এদিন এলাকার পরিত্যাক্ত কারখানার পেছনের জঙ্গলে একটি থলি পরে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় বম স্কোয়াডে।
প্রসঙ্গত ভোটের আগে ইতিমধ্যেই পূর্ব বর্ধমানের রসিকপুরে ও পশ্চিম বর্ধমানের অন্ডালে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শিশু সহ দুজনের। বর্ধমানে যেখানে পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয় অন্যদিকে অন্ডালে বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এরই মধ্যে ফের নিয়ামতপুরে বোমা পড়ে থাকার খবরে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা।