ভোটের আগে শক্তিবৃদ্ধি, প্রাক্তন সিপিএমের প্রধান সহ ৫০ জনের বিজেপিতে যোগ

206

সঞ্জীব মল্লিক,বাঁকুড়া:- শুক্রবার বিজেপির ষাটটি আসনে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে । তার আগে বাঁকুড়া জেলার ওন্দা বিধানসভা এলাকায় আবারো দলীয় সংগঠন মজবুত করল ওন্দার বিজেপি নেতৃত্ব । শুক্রবার ওন্দা ব্লকের রামসাগরে বিজেপির দলীয় কার্যালয়ে নিকুঞ্জাপুর অঞ্চলের সিপিএমের দুবারের প্রাক্তন প্রধান এবং জেলা পরিষদের প্রাক্তন কর্মাদক্ষ তারাপদ ঘোষ সহ তার অনুগামী ৫০ জন বিজেপিতে যোগদান করলেন । যোগদানকারীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি অমরনাথ শাখা । বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান একদিকে যেমন সিপিএমের পায়ের তলার মাটি দুর্বল করল অন্যদিকে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে। এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

বিজেপিতে যোগদান নিয়ে প্রাক্তন প্রধান তারাপদ ঘোষ বলেন , “মোদীজি যেভাবে দেশের কাজ করছেন সেই উন্নয়নে শামিল হতেই আজ বিজেপিতে যোগদান করলাম ।”

অন্যদিকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি অমরনাথ শাখা দলে আগতদের স্বাগত জানিয়ে বলেন , “আগামী দিনে আমরা বিজেপির হয়ে এক সঙ্গে লড়াই করব ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here