গাড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী

537

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া:-

গতকাল রাত সাড়ে আটটা নাগাদ তালডাংরা থানার পাঁচমুড়া নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন রাইস মিলের কাছে, বেপরোয়া কোনো গাড়ি এক সাইকেল আরোহীকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে সাইকেল-আরোহী রাস্তার ধারে জমে থাকা জল কাদার মধ্যে মুখ ঢোকানো অবস্থায় পড়ে থাকে। দীর্ঘক্ষন এরকম অবস্থায় পড়ে থাকায় তার অবস্থার অবনতি আরও খারাপ হয়। এর পরে স্থানীয়রা এই রাস্তায় যাতায়াত করলে স্থানীয়দের চোখে পড়ে এক ব্যক্তি জলের মধ্যে মুখ ঢোকানো অবস্থায় সাইকেল নিয়ে পড়ে আছে। পরে পুলিশ খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহটিকে রাস্তার ধারে জলে ঢোকানো অবস্থায় মখটিকে উপরে তুলে, এবং কাদামাখা মুখটিকে জল দিয়ে ধূয়া হয় শনাক্তের সুবিধার্থে। সাইকেল আরোহী মথুর রায়(৫৬) পাঁচমুড়া অঞ্চলের ধুন্দুড়িয়া গ্রামের বাসিন্দা। ঘাতক গাড়ি সহ চালক পলাতক।

স্থানীয়দের অনুমান সাইকেল আরোহী মথুর রায় এদিন পাঁচমুড়া বাজার থেকে তার বাড়ি ধুন্দুড়িয়া গ্রামের দিকে যাচ্ছিল সাইকেল চড়ে, ঐ সময় কোন গাড়ি ধাক্কা মেরে দ্রুত গতিতে পালিয়ে যায় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here