সংবাদদাতা মুর্শিদাবাদ:-
বিদ্যালয়ের ছুটির মুখে দোতলা থেকে নামার সময় হুড়মুড়িয়ে দুর্ঘটনা ঘটলো আজিম গঞ্জের কেশর কুমারী উচ্চ বিদ্যালয়ে।এই ঘটনায় প্রায় ৬ জন ছাত্রী জখম হয়। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে আজিমগঞ্জ এ. জি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে সেখানে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের লালবাগ সদর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায় ওই বিদ্যালয়ের দোতালায় ক্লাস চলছিল পড়ুয়াদের। ছুটির সময় সকলে একসঙ্গে তাড়াহুড়ো করে নামতে যাওয়ায় সেখানে কোন শিক্ষিকা না থাকার ফলে ওই দুর্ঘটনা ঘটে। যদিও এই নিয়ে বিশেষ কিছুই বলতে চাইনি বিদ্যালয় কর্তৃপক্ষ।