সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- ভর সন্ধ্যায় বাইক চালিয়ে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণ করতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দাদার। মৃতের নাম উৎপল দোলুই (৩৮)। এই ঘটনায় বড়য়ার বড্ডা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, বীরভূম থেকে উৎপল তার ভাইয়ের বিয়ের নেমন্তন্ন করতে আত্মীয়ের বাড়ি আসছিলেন বাইকে চড়ে। সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামে ঢোকার পথে রাস্তার পাশের একটি বড় গাছে ধাক্কা মারে তার বাইক। পাশেই ছিটকে পড়ে তার মৃত্যু ঘটে।