সংবাদদাতা, বোলপুরঃ-
পৌষমেলায় দোকান উঠানোর নাম করে গৃহবধূর ওপর শ্লীলতাহানির অভিযোগ উঠল বিশ্বভারতীর এক উপাচার্যের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ তার স্বামীর সঙ্গে এদিন পৌষমেলায় ঘুরতে এসেছিলেন। কিন্তু মেলা থেকে বেরোনোর সময় ওই মহিলার হাত ধরে টানাটানি করছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। ঠিক সেই সময় ওই মহিলা ও তার স্বামী ঘটনার প্রতিবাদ করলে তাদের সাথে অশালীন আচরন করে অভিযুক্তরা। শাড়ি ও ব্লাউজ পর্যন্ত ছিড়ে দেওয়া হয় ওই মহিলার। এমনকি মহিলার গোপনাঙ্গে হাত দেওয়া হয় বলে এমন অভিযোগও পাওয়া গেছে। ওই মহিলার অভিযোগ, অভিযুক্তদের মধ্যে ছিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ সঞ্জয় ঘোষ, অনির্বাণ সরকার, গৌতম সাহা , ও সুব্রত মণ্ডল। প্রসঙ্গত, পৌষমেলার ময়দান থেকে দোকান উঠিয়ে নেওয়া নিয়ে এদিন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় শান্তিনিকেতনে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এদিন নিরাপত্তারক্ষীদের নিয়ে মেলা ময়দানে যান। এমনকি দোকান পাটও ভেঙে দেওয়া হয়। বোলপুর ব্যবাসায়ী সমিতির অভিযোগ ভাঙা দোকানগুলি থেকে কয়েক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। বোলপুর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে পুলিশ বিভাগকে খবর দেওয়া হয়েছে। তাছাড়া বোলপুর ব্যবসায়ী সমিতি কঠোর ভাবে জানিয়েছেন, তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে।