সংবাদদাতা, কলকাতাঃ- দুই অন্তঃসত্তা মহিলা কে লাথি মারার অভিযোগ উঠল আর জি কর হাসপাতালের এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। আহত দুই মহিলার নাম অঞ্জু বিবি এবং মঞ্জু বিবি। স্থানীয়রা জানিয়েছেন, এদিন ওই দুই মহিলা তাদের এক আত্মীয় কে দেখতে আর জি কর হাসপাতালে যান। কিন্তু ওয়ার্ডে প্রবেশ করার সময় হাসপাতালের নিরাপত্তা কর্মী দুই মহিলার পথ আটকান। এবং নিরাপত্তা কর্মীটি বলেন ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে এখন ওয়ার্ডের ভিতরে প্রবেশ করা যাবে না। তবে ভিজিটিং আওয়ার ছাড়া রোগীর সাথে দেখা করার অন্য এক উপায় আছে বলে তিনি দুই মহিলা কে জানান। নিরাপত্তা কর্মীটি বলেন, ভিজিটিং আওয়ারের টাইমের বাইরে দেখা করতে গেলে ২৫ টাকা দিতে হবে। তৎক্ষনাৎ ওই দুই মহিলা টাকা দিতে অস্বীকার করেন। ঠিক তখনই ঘটে বিপত্তি। এর কিছুক্ষন পরই নিরাপত্তা কর্মীর সাথে দুই মহিলার চরম ঝামেলা বাঁধে। ঝামেলার মাঝেই দুই মহিলার পেটে লাথি মারেন নিরাপত্তা কর্মীটি। দুই মহিলাই ছিলেন অন্তঃসত্তা। দুই মহিলা প্রবল যন্ত্রনায় মাটিতে বসে কাতরাতে থাকেন। এবং ব্যাথা সহ্য না করতে পেরে দুজনেই অচৈতন্য হয়ে পড়েন। পরে তাদের কে হাসপাতালে ভর্তি করা হয়। দুই মহিলার পরিবারের লোকজনেরা এক অভিযোগের ভিত্তিতে বলেন, শুধুমাত্র নিরাপত্তা কর্মীই নয় একজন হাসপাতালের আয়াও দুই মহিলা কে মারধোর করেন। সঙ্গে সঙ্গে এই ঘটনার খবর পৌঁছায় মানিকতলা থানায়। মানিকতলা পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। অন্যদিকে নিরাপত্তা কর্মী এবং হাসপাতালের আয়ার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই মহিলার পরিবার।