এই বাংলায় ডেস্ক:- বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি রেস্তোরাঁতে বিয়ে সারলেন দুজনে। দুজনেই বহুল পরিচিত মুখ।অভিনয় জগতের উল্লেখযোগ্য নাম দুজন। এই দুজন হলেন দীপঙ্কর দে ও দোলন রায়।
তাদের বিয়ের আসরে এদিন উপস্থিত ছিলেন ব্রাত্য বসু।বিয়ের দিন লাল বেনারসি ও গা ভর্তি গহনা ও সিঁথিতে সিঁদুর পরে বেশ লাগছিলো দোলনকে ও। সাদা ধুতি ও পাঞ্জাবি পরেছিলেন দীপঙ্কর দে।
বহুদিন ধরে লিভ ইনের সম্পর্কে থাকলেও বিয়েটা তাদের যে কারণেই হোক সারা হয়নি। এতদিনে নিজেদের সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন দীপঙ্কর।
শুক্রবার ই বিকেলে অসুস্থ হয়ে পড়লেন এরপর দীপঙ্কর। বাইপাস এর ধারের বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ডাক্তারদের পর্যবেক্ষণ এ রয়েছেন তিনি এই মুহূর্তে।
ডাক্তাররা জানিয়েছে শ্বাসকষ্ট জনিত কারণে তিনি অসুস্থ বোধ করেন।