সংবাদদাতা, বাঁকুড়াঃ- প্রায় ১০ ঘন্টা নিখোঁজ থাকার পর অবশেষে বুধবার বারোটা ত্রিশ নাগাদ পুকুর থেকে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করল বিষ্ণুপুর থানার পুলিশ। গতকাল বিষ্ণুপুর পৌরসভার তুর্কি নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি পুকুরে ডুবে যান ৩৯ বছর বয়সী বাবলু মূর্মু নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি বিষ্ণুপুর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ধোবাডাঙ্গা এলাকায়। পুলিশ সূত্রে জানতে পারা যায়, গতকাল দুপুর ২ টো ৩০ মিনিটে পুকুরপাড় থেকে ওই ব্যক্তির সাইকেল ও গামছা উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ গতকাল রাতে ফায়ার ব্রিগেড এর সাহায্য নিয়ে পুকুরে চিরুনি তল্লাশি চালালেও মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। আজ আবারও প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চালানোর সময় মৃতদেহটি জলে ভেসে ওঠে। তখন তা উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে কিভাবে ওই ব্যক্তির জলে ডুবে মৃত্যু হল পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।