সংবাদদাতা, অন্ডালঃ- একে একে পেরিয়ে গেল দীর্ঘ পাঁচ দিন। এখনো উদ্ধার করা গেল না অন্ডালের জামবাদ খোলামুখ খনিতে ধসে তলিয়ে যাওয়া মহিলা শাহানাজ খাতুনকে। চলতি মাসের ২০ তারিখ গভীর রাতে অন্ডাল থানার অন্তর্গত জামবাদ ওসিপি এলাকায় ধসের ফলে বাড়ি সমেত এক মহিলা মাটির গর্ভে চলে যান। মহিলা কে উদ্ধার ও পুনর্বাসনের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে নামানো হয় প্রচুর পুলিশ ও সি আই এস এফ এর বাহিনী। ইসিএলের তরফে শুরু হয় উদ্ধার কার্য্য। দিন রাত ধরে উদ্ধারের কাজ চললেও মিলল না নিখোঁজ মহিলার দেহ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক উদ্ধার দলের কর্মী মনে করেন, খুব শীঘ্রই তাদের উদ্ধারের কাজে সফলতা আসবে।