সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
একই অপরাধে জেলের সাজা কেটেও বছরখানেক আগে মুক্ত হওয়ার পরে ফের আবার মাদক পাচারে গ্রেপ্তার হলো মাঝবয়সী পাচারকারী ইসমাইল শেখ।সোমবার এই খবর এলাকায় চাউর হতেই লালগোলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় কালমেঘা অঞ্চলের নলডহরি গ্রামের বাসিন্দা পাচারকারী এই ব্যক্তি ব্যক্তিকে বমাল ৪০০০ মিলি লিটার তরল মাদক কোডাইন ফসফেট মিকচার সহ গ্রেপ্তার করে লালগোলা থানার পুলিশ। জানা যায় কারবারি ইসমাইল লালগোলার গোডাউন মোড় এলাকায় ওই তরল মাদক নিয়ে অপেক্ষা করছিল পাচার করার জন্য। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে সেখানে আগাম হাজির হয় লালগোলা থানার ওসি সৌম্য দে এর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। হাতেনাতে পাকড়াও করা হয় তাকে।ধৃতের বিরুদ্ধে নার্কটিক ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স এক্টে মামলা দায়ের করে বহরমপুর এনডিপিএস আদলতে এদিন হাজির করা হয় তাকে।সন্ধ্যার শেষ পাওয়া খাবে জনা যায় বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তার ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।