দুর্গাপুর ফরিদপুর ব্লকে হয়ে গেল একদিনের কৃষি প্রশিক্ষণ শিবির

885

সংবাদদাতা,লাউদোহাঃ- মঙ্গলবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের অন্তর্গত নাচ থিম পার্কে ডিস্ট্রিক্ট হর্টিকালচার এর উদ্যোগে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে হল একদিনের একটা কৃষি প্রশিক্ষণ শিবির। এই শিবিরের উদ্যেশ্য নিয়ে ডিস্ট্রিক্ট হর্টিকালচার আধিকারিক দেবাশিস মান্না জানান, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে কৃষি বিষয়ক ব্যারগুলো সম্পর্কে সুম্পূর্ন অবগত হতে পারেন । যেমন তাদের প্রশিক্ষণ দেওয়া হল মাশরুম চাষ,ফল চাষ, মরসুমি ফল ও সবজি চাষ বিষয়ে। এর ফলে তারা খুব অল্প সময়ে আর্থিক ভাবে উন্নত হতে পারবে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সহ কৃষি অধিকর্তা অভিজিৎ চৌধূরী প্রমুখ। প্রশিক্ষণ শেষে স্বনির্ভর গোষ্ঠীর সকল মহিলাদের হাতে ব্লকের তরফে একটা করে ফলের চারা তুলে দেওয়া হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here