সংবাদদাতা, বাঁকুড়াঃ-
সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলাতে পালিত হলো বিশ্ব এইডস দিবস। বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে এডস্ বিষয়ের সচেতনতামূলক র্যালির সবুজ পতাকা দেখিয়ে যাত্রা শুরু করেন বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রসুন কুমার দাস, বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপপৌরপ্রধান দিলীপ আগরওয়াল ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

এই রেলিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী, আশা কর্মী ও স্বাস্থ্য দপ্তরের কর্মী ও আধিকারিকরা। এই রেলি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে শুরু করে বাজার ঘুরে আবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে শেষ হয়।

সাধারণ মানুষকে মারণ রোগ এডস্ সম্বন্ধে সচেতন করতেই এই ধরনের রেলির আয়োজন বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারি।