১৮ই আষাঢ়, ইং ৪ জুলাই, মুং ৩০ শওয়াল, (ভাঃ তাং ১৩ আষাঢ়)।
অ ১৮ আহাব, ফসলী ১৭ আষাঢ়(জেঠ), সংবৎ ২ আষাঢ় বদি।
মেষ রাশিঃ আর্থিক উন্নতির যোগ রয়েছে। তবে চাকুরী থেকে ব্যবসায় লাভের সম্ভবনা বেশি। কর্মব্যস্ততার মধ্যেই দিন কাটবে। আর্থিক চাপ থেকে মুক্তি পাবার আশা রয়েছে। শারীরিক নানা সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে।
বৃষ রাশিঃ কর্মক্ষেত্রে মানসিক শান্তি। শরীর, স্বাস্থ্য ভালোই থাকবে। তবে ব্যবসায় লাভের হার বেশ কমে যাওয়ায় চিন্তা বাড়তে পারে। পরিবারে শান্তি-শৃঙ্খলা বজায় থাকার সম্ভবনা। ভ্রমণের যোগ রয়েছে।
মিথুন রাশিঃ কর্মক্ষেত্রে শত্রুবৃদ্ধির আশঙ্কা মানসিকভাবে বিব্রত করতে পারে। প্রয়োজনের তুলনায় অযথা খরচে লাগাম দিন। সঞ্চিত টাকা শেয়ার বাজারে খাটিয়ে ভবিষ্যতে মুনাভা লাভের সম্ভবনা। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে।
কর্কট রাশিঃ পারিবারিক ব্যবসায় উন্নতির ইঙ্গিত। আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সঞ্চয়ের অভ্যাস করুন। দাম্পত্য জীবনে নতুন অতিথি আশার সম্ভবনা। ব্যবসায়িক ক্ষেত্রে সামান্য লাভের মুখ দেখতে পারেন। দাম্পত্য জীবনে সুখী থাকবেন।
সিংহ রাশিঃ কর্মক্ষেত্রে বদলির জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। আপনার আবেগ আপনাকে প্রভাবিত করতে পারে। আইনী মামলায় নতুন মোড় আসতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন। দাম্পত্য জীবনে অল্পবিস্তর অশান্তির সম্ভাবনা।
কন্যা রাশিঃ বন্ধুত্বের সম্পর্কে দূরত্ব আসতে পারে। লটারি বা ফাটকা বাজারে বিনিয়োগে আর্থিক যোগ নেই। সংসারের বাড়তি দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। স্ত্রী এবং পরিবারের প্রতি দায়িত্ববান হন।
তুলা রাশিঃ অংশীদারী ব্যবসায় ব্যাপক ক্ষতির আশঙ্কা। কর্মক্ষেত্রেও টালমাটাল পরিস্থিতি জারি থাকবে। তবে আইনী জটীলতা থেকে মুক্তি একদিন থেকে কিছুটা শান্তি দেবে। তবে মহিলারা বাতের ব্যাথায় কষ্ট পেতে পারেন।
বৃশ্চিক রাশিঃ কর্মক্ষেত্রে উন্নতির আশা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক মুনাফা লাভের যোগ রয়েছে। পরিবারে আর্থিক ও মানসিক সুখ বজায় থাকবে। নতুন জিনিস কেনার থাকলে কিনে ফেলতে পারেন।
ধনু রাশিঃ চাকুরীজীবি এবং পড়ুয়াদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে। তবে পরিবারের কোনও সদস্যের দুর্ঘটনাজনিত চোট লাগার আশঙ্কা রয়েছে। গুরুজনদের শারীরিক অবস্থায় ক্ষীন উন্নতির সম্ভাবনা। আধ্যাত্মিক সাধনায় মনে শান্তি অনুভব করবেন। স্বামী-স্ত্রী সম্পর্ক অটুট থাকবে।
মকর রাশিঃ পারিবারিক সমস্যায় বাইরে যেতে অপারক হওয়ায় চাকরিক্ষেত্রে উন্নতির তেমন কোনও সম্ভবনা নেই। যেকোনো ছোট-বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সঙ্গে আলোচনা করুন। বাতের ব্যাথায় ভোগান্তির আশঙ্কা রয়েছে।
মীন রাশিঃ এই রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি স্বাভাবিক থাকবে। শরীর-স্বাস্থ্য সতেজ থাকবে। পরিবারের অবিবাহিতা সদস্যার বিয়ের পাকা কথা হয়ে যেতে পারে। দাম্পত্য-জীবন সুখের হবে।