এই বাংলায় আপনার আজকের রাশিফল (১০ই জুলাই, ২০১৯ বুধবার)

700

২৪শে আষাঢ়, ইং ১০ই জুলাই, মুং ৬ জেল্কদ, (ভাঃ তাং ১৯ আষাঢ়)।
অ ২৪ আহাব, ফসলী ২৩ আষাঢ়(জেঠ), সংবৎ ৮ আষাঢ় সুদি।

মেষ রাশিঃ কর্মস্থলে অশান্তি কাটার যোগ বজায় থাকবে। বন্ধু ভাগ্য ভালো হবে। বাড়িতে আকস্মিক অতিথি আগমন আর্থিক ব্যয় বাড়বে। তবে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কম বেশি থাকতে পারে।

বৃষ রাশিঃ কর্মক্ষেত্রে বাড়ির বাইরে থাকার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। প্রণয়ের সম্পর্কে বাধা কেটে যাওয়ার যোগ রয়েছে। শারীরিক রোগে ভোগান্তি জারি থাকবে। স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হবে।

মিথুন রাশিঃ কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। তবে আইনী মামলার নিষ্পত্তি ঘটে যেতে পারে। কাজের চাপে পরিবারে অশান্তির পরিবেশ তৈরী হতে পারে। গৃহ ঋণ পরিশোধ হয়ে যাওয়ায় মানসিক চাকপ কমবে। দাম্পত্য জীবনে স্বাভাবিক থাকার চেষ্টা করুন।

কর্কট রাশিঃ কর্মক্ষেত্রে পরিবর্তনের কোনও যোগ নেই। প্রেমিক-প্রেমিকাদের জন্য পরস্পরের মধ্যে সম্পর্কে টানাপোড়েন চলতে পারে। ব্যবসায়িক খাতে অধিক মুনাফা লাভের যোগ রয়েছে। ভ্রমণে পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে।

সিংহ রাশিঃ যৌথ অংশীদারি ব্যবসায় মুনাফা আসার সম্ভাবনা। পরিজনদের সঙ্গে বিবাদ বাড়তে পারে। শেয়ার বাজারে বিনিয়োগে আশানুরূপ সাফল্য লাভের আশা কম। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে।

কন্যা রাশিঃ চাকুরিজীবিদের বেতন বৃদ্ধির সম্ভাবনা। নতুন অংশীদারী ব্যবসায় বিনিয়োগে সাফল্য মিলতে পারে। অতিরিক্ত ক্রোধের জেরে সম্পর্কহানি ঘটবে। পারিবারিক আর্থিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। পরিবারের গুরুজনদের দিকে বাড়তি নজর দিন।

তুলা রাশিঃ আর্থিক উপার্জনের থেকে সংসারে বিভিন্ন কারণে ব্যয় বৃদ্ধির যোগ চলবে। বকেয়া টাকা ফেরত পেতে পারেন। সন্তানের অসুস্থতায় মানসিক ভাবে একটু অস্থির থাকতে পারেন। পরিবারের সঙ্গে বেশি সময় কাটান।

বৃশ্চিক রাশিঃ চাকরিক্ষেত্রে অত্যাধিক চাপ পরিবারের প্রতি অবহেলা। পরিবারের গুরুজনদের শারীরিক অসুস্থতা বৃদ্ধিতে দুশ্চিন্তা বাড়বে। শেয়ার বাজার বা লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ। ব্যাঙ্ক থেকে ঋণ মঞ্জুর হয়ে যেতে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে।

ধনু রাশিঃ ব্যবসার ক্ষেত্রে ভালো সময়। জীবনের কিছু কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। দুষ্ট লোকের সংস্পর্শ থেকে দূরে থাকুন। আয়ের থেকে ব্যয় বাড়বে। ব্যক্তিগত অসুস্থতায় ভোগান্তির আশঙ্কা। দাম্পত্য জীবন মধুর থাকবে।

মকর রাশিঃ চাকরিতে বদলি এবং পদোন্নতির যোগ রয়েছে। বিলাসিতা পরিত্যাগ করুন। অতিরিক্ত পরিশ্রমে শারিরিক ক্লান্তি আসবে। আর্থিক সঞ্চয়ের দিকে মন দিন। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভালো থাকার যোগ।

কুম্ভ রাশিঃ জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলা নিষ্পত্তির আপাতত যোগ নেই। ব্যবসায় কর্মচারীদের খামখেয়ালীপনা আসতে পারে। মহিলাদের সোনার অলঙ্কার সাবধানে রাখুন। স্ত্রীকে সময় না দেওয়ায় মান-অভিমানের পালা চলবে।

মীন রাশিঃ বিবাহের জন্য শুভ সময় চলবে। জমি বা সম্পত্তি সংক্রান্ত মামলায় জট কাটার সম্ভাবনা। কাজের চাপে শারীরিক দিকেও অবশ্যই খেয়াল রাখুন। অ্যালার্জি জনিত সমস্যা বাড়তে পারে। স্ত্রী ভাগ্য ভালো থাকবে।