সংবাদদাতা, আলিপুর:
বুলবুল ক্ষতিগ্রস্ত এলাকা গোসাবা তে পরিদর্শন এলেন আলিপুর ডিএম সেখানে তিনি বুলবুলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন এবং সেখানকার মানুষের সাথে কথা বলেন এবং তাদের অসুবিধার কথা জানতে চায় ও পরে তিনি সেখান থেকে চলে যান .

এখানে একটি আইসিডিএস সেন্টার এবং সেখানে গিয়ে বাচ্চাদের সাথে অনেকক্ষণ সময় কাটান এবং তাদের খাবার ঠিকমতো পাচ্ছে কিনা এবং তাদের অভিভাবকদের কোন অভিযোগ আছে কিনা এ নিয়েও অনেকক্ষণ কথাবার্তা বলেন এবং অবশেষে তিনি গোসাবা ব্লক ডেভেলপমেন্ট অফিসে এসে সমস্ত আধিকারিকদের ও ইঞ্জিনিয়ারদের সাথে বসে বৈঠক করেন .

বৈঠক শেষে তিনি ফিরে যান সজনেখালি তে রাত্রিযাপনের জন্য এবং পরদিন সকালে তিনি বেরিয়ে আসেন গোসাবা ব্লক ডেভেলপমেন্ট অফিসে সেখানে ত্রাণের অনুষ্ঠানে যোগ দেন এবং ত্রাণ বিলি করেন এবং মৃত পরিবারকে দু লক্ষ টাকার চেক চেক তুলে দেন পরিমিত পরিবারের লোকেদের হাতে ও কিছু স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে তিনি হ্যারিকেন ও পাঁচ লিটার করে কেরোসিন তেল বিতরণ করেন অবশেষে তিনি ফিরে যান আলিপুরে।