সংবাদদাতা, বাঁকুড়া :-
বনভূমিতে যেসকল এসটি, এসসি দলিত মানুষ বসবাস করছে তাদের উচ্ছেদ করা হচ্ছে। এসটি এসসি জাতিগত শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে অযথা হয়রানি করা হচ্ছে । জেলার সমস্ত সরকারি দপ্তরে এসটি এসসি সংরক্ষিত সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে সহ ১৬ দফা দাবি নিয়ে আজ ধরনা কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া কনফেডারেশন অফ এস সি এস টি অরগানাইজেশন। আজ তারা বাঁকুড়া হিন্দু হাইস্কুল ময়দানে জমায়েত করে। এই সংগঠনের প্রায় হাজার খানেক মানুষ বৃষ্টি উপেক্ষা করে মিছিল করে বাঁকুড়া শহর প্রদক্ষিণ করে।পরে জেলাশাসকের অফিসের সামনে ধরনা ও পরে ডেপুটেশন কর্মসূচি পালন করল। অবিলম্বে তাদের দাবি দাবি মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এই সংগঠনের নেতৃত্ব ।
