সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
নাগরিক পঞ্জি বিষয়ক সচেতনতা শিবির , সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ একাধিক বিষয় নিয়ে বিকেলে প্রকাশ্য সমাবেশের আয়োজন করল অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেন অ্যন্ড সোসাল ওয়েলফেয়ের অরগানাইজেশান।নবগ্রাম থানার পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ের এই সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমান ,স্থানীয় ব্লক তৃনমূল সভাপতি এনায়েতুল্লাহ , মওলানা নেজামুদ্দিন বিশ্বাস প্রমুখ।কেন্দ্র সরকার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গোটা দেশ জুড়ে এন আর সি চালু করতে চলেছেন । ইতিমধ্যে এন আর সি নিয়ে রাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছে । রাজ্য সরকার তো বটেই এন এর সির বিরোধিতা করে বিভিন্ন সংগঠন পথে নেমেছে ।ওই আন্দোলন থেকে পিছিয়ে নেই মুসলিম সংগঠন গুলিও । তাই ইমাম মোয়াজ্জিন সংগঠনের দ্বিতীয় প্রকাশ্য সম্মেলনের মূল বিষয় ছিল এন আর সি । আসলে আন আর সি এবং এই বিষয়ে সাধারণ মানুষের ধারনা গড়ে তুলতেই এই সভার আয়োজন।এই ব্যাপারে এই ব্যাপারে সাংসদ খলিলুর রহমান বলেন , “ ঠিক সময়ে ওই সংগঠন একটি বড় পদক্ষেপ করেছে । এন আর সি বিসয়ে মানুষ কে আগে সচেতন করে তুলতে পারলে এই আন্দোলন আরও তীব্রতর করা যাবে । দেশের বিভাজন রুখতে এন আর সি আন্দোলনের মধ্যদিয়েই বিজেপির ক্ষমতা চ্যুত করতে হবে”।