সংবাদদাতা,কাঁকসাঃ– পানাগড় বায়ু সেনা ছাউনিতে নিরাপত্তারক্ষী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ। ঘটনায় নিরাপত্তারক্ষী নিয়োগ সংস্থার দুই আধিকারিককে আটক করেছে কাঁকসা থানার পুলিশ।
সোমবার সেনা ছাউনিতে কাজে যোগ দিতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। নিরাপত্তারক্ষী নিয়োগ সংস্থার অভিযোগ কোনও কারণ ছাড়াই ওই কর্মীদের কাজে যোগ দিতে বাধা দেয় স্থানীয় কিছু মানুষজন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নিরাপত্তারক্ষী নিয়োগ সংস্থার দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
অন্যদিকে এবিষয়ে স্থানীয় তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লকডাউনের সময় কে কিভাবে স্থানীয়দের কাজ দিচ্ছে তা জানা নেই। প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। তবে কাজ দেওয়া নিয়ে একটা বড় দুর্নীতি হয়েছে বলে তার অনুমান।