সংবাদদাতা, পানাগড়ে:-
ভিন রাজ্য থেকে চুরি হওয়া লরি গত কয়েকদিন ধোরে পানাগড়ের একটি পার্কিংয়ে রাখার পর অবৈধ ভাবে কাটাই করার চেষ্টা করছিলো মদন জয়সওয়াল নামের এক ব্যক্তি। পানাগড়ের ব্যবসায়ীদের সন্দেহ হলে তাকে জেরা করলে তার কথায় অসঙ্গতি দেখে তাকে গণ ধোলাই দেবার পর স্বীকার করে যে লোরিটি তাকে দেওয়া হয়েছিল পানাগড় আনার জন্য। পানাগড়ের ব্যবসায়ীরা কাঁকসা থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
পানাগড়ের ব্যবসায়ীরা জানান কিছু ব্যক্তি লরি চুরির সাথে যুক্ত হয়ে অবৈধ ভাবে চুরি হওয়া লরি কাটাই করার কাজে যুক্ত হয়ে পানাগড়ের ও ব্যবসায়ীদের নাম বদনাম করার চেষ্টা করছে। ব্যবসায়ীরা আগামী দিনেও এই বিষয়ের উপর নজর রাখবে বলে জানিয়েছেন।