সিন্ডিকেটের চাপে আটকে গেল অন্ডাল বিমান নগরীর রাস্তা তৈরির কাজ

475

সংবাদদাতা, অন্ডালঃ- বৃহস্পতিবার অন্ডালে দুবচুরুরীয়া থেকে বিমান নগরী পর্যন্ত রাস্তার মেরামতের জন্য বাইরে থেকে আসছিল রাস্তা তৈরির সরঞ্জাম। কাজে বাধ সাধে স্থানীয় সিন্ডিকেট। লরির চালক থেকে ঠিকাদারের কাজের লোকেদের বক্তব্য যে স্থানীয় সিডিকেটের লোকেরা তাদের লরি আটকে বলে যে তাদের থেকেই রাস্তা তৈরির সরঞ্জাম নিতে হবে, নইলে এখানে কোনো গাড়ি ঢুকবে না। যদিও এলাকায় কোনো সিন্ডিকেটের লোকেদের দেখতে পাওয়া গেল না। সম্ভবত তারা চম্পট দিয়েছে। ঘটনা ঘিরে আপাতত রাস্তা তৈরির সরঞ্জামের লরি গুলি আটকে যাওয়ায় বাঁধ রইল কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here