eaibanglai
Homeএই বাংলায়নিজের কাজ করতে গিয়ে খনির নিচে পড়ে মৃত এক ইসিএল কর্মী

নিজের কাজ করতে গিয়ে খনির নিচে পড়ে মৃত এক ইসিএল কর্মী

সোমনাথ মুখার্জী, অন্ডালঃ রবিবার নিয়ম মত নিজের কাজে যোগ দিয়েছিলেন খাস কাজোরার সাত নম্বর এলাকার বাসিন্দা আপন কুমার(৩৬)। আপন খাস কাজোরা ছয় নম্বর কলিয়ারিতে কর্মরত ছিল। সে ফিটার ঠিকাকর্মী হিসাবে কাজ করত। রবিবার সকালে খনির ওপর ডুলির একটা বোল্ট মেরামতির কাজ করছিল। হঠাৎ পা পিছলে খনির নিচে পড়ে যায় আপন। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তার। এভাবে এক ecl কর্মীর মৃত্যু ঘিরে খনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে এক খনি কর্মী বিপজ্জনক এক জায়গায় কাজ করছিল সেফটি বেল্ট না নিয়ে? কেনই বা সংশ্লিষ্ট কোলিয়ারির আধিকারিকরা খনি কর্মীদের সেফটি বেল্ট না নিয়ে কাজ করতে দিতেন? খনি অঞ্চলে কালিয়ারি গুলোর নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। নিরাপত্তার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে শ্রমিকের। কিন্তু তবুও নিরাপত্তার অভাব এতবড় একটা সংস্থার। সংশ্লিষ্ট কলিয়ারীর এক শ্রমিক দীপক ঘোষ নিরাপত্তার অভাবের কথা প্রত্যক্ষ ভাবে না বললেও বলেন যেসময় খনি কর্মী কাজ করছিল সেই সময় তাকে সুপারভাইজার করার কেও ছিল না। অন্যদিকে শ্রমিক নেতা তথা সেফটি বোর্ডের সদস্য সাবে আলম জানান কোথাও নিরাপত্তার একটা অবশ্যই ফাঁক রয়েছে ,নাহলে এরকম হত না। তবে গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ । এই ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মৃত আপন কুমার উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা যায়। চাকরী সূত্রে সে এখানেই থাকত। ঘটনাস্থলে পৌঁছেছে অন্ডাল থানার পুলিশ। মৃতদেহ খনির নিচে থেকে তোলার কাজ চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments