অন্ডালে রাষ্ট্রীয় সম্মানে শেষশ্রদ্ধা সেনা জওয়ানকে

40

সংবাদদাতা,আসানসোলঃ- বৃহস্পতিবার অন্ডালে রাষ্ট্রীয় সম্মানের মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জাননো হল আসাম ব্যাটালিয়নের এক সেনা জওয়ানকে। জানা গেছে অন্ডালের বাসিন্দা বছর চল্লিশের শহীষ কুমার সাউ ১৪২ নমর আসাম যোরহাট ব্যটেলিয়ানে কর্মরত ছিলেন। গত ২৩ তারিখ রাতে তার পেটে যন্ত্রনা শুরু হলে তাকে ব্যাটালিয়নের নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে গোলাঘাট সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন ২৪ তারিখ রাত ১১ টা নাদাগ তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকালে অসম ব্যাটেলিয়ানের পক্ষ থেকে সেনা জওয়ানের দেহ তার অন্ডালের অশোকনগরের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে তাকে রাষ্ট্রীয় সম্মানে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন সেনা জওয়ানরা। পাশাপাশি ঘরের ছেলের শেষ শ্রদ্ধায় অংশ নিতে ভিড় জমান এলাকর সাধারণ মানুষ। অন্যদিকে আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় মৃত সেনা জওয়ানের পরিবারের পাশাপাশি শোকস্তব্ধ গোটা এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here