সোমনাথ মুখার্জী,অন্ডালঃ- স্বাধীনতার আগে ব্রিটিশ আমলে ইংরেজ শাসক অন্ডালে থানার নির্মাণ করে ১৯৩৪ সালে। আজ থেকে প্রায় ৮৬ বছর আগে এই থানার সৃষ্টি হয় বলে জানা যায়।
আজ অন্ডাল থানার নতুন ভবনের উদ্বোধন হল কাজড়া এলাকার দুই নম্বর জাতীয় সড়কের পাশেই। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে এই ভবনের নির্মাণ কাজ হয়। এই ভবনের শুভ উদ্বোধন করলেন ডিজিপি এবং আইজিপি পশ্চিমবঙ্গ সরকার শ্রী বীরেন্দ্র মহাশয়। এই শুভ অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার শ্রী সুকেশ কুমার জৈন, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও মন্ত্রী মলয় ঘটক মহাশয়। ডিজিপি শ্রী বীরেন্দ্র জানান, পুলিশ বর্তমান পরিস্থিতিতে খুব ভাল কাজ করেছে আর এখানে নতুন ভবন তৈরি হওয়ায় আরো ভাল ভাবে মানুষকে পরিষেবা দিতে পারবে, এছাড়াও বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে বলে তিনি জানান।
