eaibanglai
Homeএই বাংলায়অন্ডালে সার্ভিস রোড মেরামতির দাবিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

অন্ডালে সার্ভিস রোড মেরামতির দাবিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ অন্ডালের ভাদুর মোড় থেকে দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড চলে গিয়েছে পঞ্চায়েত অফিস পর্যন্ত। দীর্ঘদিন রক্ষনাবেক্ষনের অভাবে বেহাল অবস্থা এই সার্ভিস রোডের। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা না নেওয়ায় শেষপর্যন্ত শুক্রবার ২নং জাতীয় সড়কের পাশের ওই সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী-সমর্থকেরা। স্থানীয় তৃণমূল নেতা রাজু রায়ের অভিযোগ, দীর্ঘদিন এই সার্ভিস রোডের অবস্থা বেহাল, শুধু তাই নয়, রাস্তার ধারে ধারে যে আলোর ব্যবস্থা ছিল তাও রক্ষনাবেক্ষনের অভাবে খারাপ হয়ে গেছে। ফলে সন্ধ্যা নামতেই অন্ধকারে ডুবে যায় সার্ভিস রোড এলাকা। ফলে সাধারণ মানুষের যাওয়া-আসা করতে যেমন অসুবিধার সম্মুখীন হতে হয়, তেমনি অন্ধকার রাস্তায় মহিলা এবং যুবতীরাও যাতায়াত করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই শুক্রবার তৃণমূল কংগ্রেসের তরফে দ্রুত অন্ডালের ২নং জাতীয় সড়কের পাশের ওই সার্ভিস রোড মেরামত এবং রাস্তার ধারের বাতিস্তম্ভগুলি সারাইয়ের দাবিতে এদিন সকাল থেকে অন্ডাল মোড় সংলগ্ন এলাকায় প্রথমে একটি বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর বেহাল ওই সার্ভিস রোড অবরোধও করা হয় শাসকদলের নেতা-কর্মীদের তরফে। পাশাপাশি এই দিন বিক্ষোভ সমাবেশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে রাস্তা সারাইয়ের জন্য ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এরমধ্যে রাস্তা সারাইয়ের কাজ শুরু না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments