eaibanglai
Homeএই বাংলায়অন্ডালে অবৈধ বালি চুরি রুখতে প্রশাসনের অভিযান

অন্ডালে অবৈধ বালি চুরি রুখতে প্রশাসনের অভিযান

সোমনাথ মুখার্জী, অন্ডালঃ অবৈধভাবে বলি চুরির কারবারিরা দীর্ঘদিন ধরে সক্রিয় অন্ডাল এলাকায়। দামোদর নদের বুক চিরে তুলে অবৈজ্ঞানিক ভাবে বালি পাচার হয় রাজ্যের বিভিন্ন জায়গায় এমন অভিযোগ স্থানীয়দের। অন্ডালের মদনপুর পুবরাঘাট থেকে বালি কারবারিরা বেআইনি ভাবে বালিপাচার করছে, যার ফলে বালির গাড়ির চলাচলের কারণে এলাকার রাস্তা ঘাট খারাপ হচ্ছে,ঘটছে দুর্ঘটনাও এমনটাই জানান এলাকার মানুষজন। তাই সাধারণ মানুষের আবেদনে সাড়া দিয়ে ভূমিরাজস্ব দপ্তর ও অন্ডাল থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পুবরা ঘাট থেকে ১০ টি বালি বোঝায় গাড়ি আটক করল প্রশাসন। SDLRO দুর্গাপুর অর্ণব বিশ্বাস জানান, সংশ্লিষ্ট ঘাটের মালিকদের বার বার সতর্ক করা সত্বেও তারা আইনকে তোয়াক্কা না করে বালি স্টক ও বালি তুলছে । এই খবর পেয়েই তাদের বিরুদ্ধে এই অভিযান বলে জানান। বেআইনি ভাবে নদীর থেকে বালি তোলা কোনো মতেই যাবে না । যারা প্রশাসনের আদেশ না মেনে কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments