eaibanglai
Homeএই বাংলায়অন্ডালের উখরা পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে গণস্বাক্ষর

অন্ডালের উখরা পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে গণস্বাক্ষর

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ অন্ডালের উখরা পঞ্চায়েতের পুরাতন হাটতলা সংলগ্ন ময়রা পাড়ার প্রধান নিকাশি নালার বেহাল দশা। এলাকাবাসীদের অভিযোগ, নতুন পঞ্চায়েত গঠন হবার পর থেকেই এই এলাকায় কোনও কাজই করছে না পঞ্চায়েত। এলাকার পঞ্চায়েত সদস্যা প্রিয়াঙ্কা হাজরা পাল এলাকার জন্য কোনও কাজই করছে না বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা জানান সংশ্লিষ্ট পাড়ায় যে নিকাশি নালা রয়েছে, দীর্ঘদিন সেই নালা পরিষ্কার না হওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে, এলাকায় যেমন দুর্গন্ধ ছড়াচ্ছে তেমনি বর্ষার মরসুম হওয়ায় পাল্লা দিয়ে বাড়ছে মশার প্রকোপ। ফলে যেকোনো সময় এলাকায় ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো নানান রোগের প্রকোপ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন কুমকুম সেনগুপ্ত নামে এক এলাকাবাসী। তাদের অভিযোগ, নিকাশি নালার জল চুইয়ে আশেপাশের বাড়ীর কুয়োর জল ও ভূগর্ভস্থ জল দূষিত করছে। পঞ্চায়েতকে জানিয়েও কোনও ফল হচ্ছে না। একপ্রকার দমবন্ধকর পরিবেশের মধ্যে বাস করতে বাধ্য হচ্ছেন তারা। তাই এই বিষয়ে উখরা পঞ্চায়েতের প্রধানকে  মঙ্গলবার ৯ জুলাই একটা গণস্বাক্ষরকৃত অভিযোগ পত্র প্রদান করেন ওই এলাকার বাসিন্দারা। যদিও এই ব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যা প্রিয়াঙ্কা হাজরা পাল এলাকার সমস্যার কথা স্বীকার করে নিয়ে জানান, সংশ্লিষ্ট পাড়ার নিকাশি নালা নিয়ে অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে পঞ্চায়েতের তরফে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments