সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ-
শীতের আমেজ বইছে সারা রাজ্য জুড়ে। আর শীত কাল মানে বিভিন্ন স্কুল কলেজে চলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সে মতই আজ বালুরঘাট শহরের এক বেসরকারি ইংরেজী মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন, স্কুলের প্রিন্সিপাল এস.পি সিনহা সহ বিশিষ্ট জনেরা। এই ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা একটি প্রী-ক্রিসমাস কার্নিভালেরও আয়োজন করে। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ গ্রহন করলেও মুল পর্বে ১৮০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।