প্রধানের বিরুদ্ধে দুর্নীতি স্বজনপোষণের অভিযোগে পোস্টার পড়ায় এলাকায় চাঞ্চল্য

873

সোমনাথ মুখার্জি, অন্ডাল:- পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতি স্বজনপোষণ সহ একাধিক অভিযোগ লেখা পোস্টার পড়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাটি অণ্ডাল ব্লকের উখড়া পঞ্চায়েত এলাকার। বৃহস্পতিবার এমনই অভিযোগ লেখা একাধিক পোস্টার নজরে পড়ে বাসিন্দাদের। পঞ্চায়েত অফিস স্কুল মোড় পোস্ট অফিস পাড়া তৃণমূল কার্যালয় পুরাতন হাটতলা সহ একাধিক জায়গাতেই এই পোস্টারগুলি দেখা যায়। দুর্নীতির অভিযোগ লেখা এই পোস্টারগুলির নিচে লেখা রয়েছে উখড়া নাগরিক সমাজের নাম। পোস্টার ও অভিযোগ সম্পর্কে উখড়া পঞ্চায়েত প্রধান রীতা ঘোষ জানান সমস্ত অভিযোগই ভিত্তিহীন অবান্তর। যেসব অভিযোগ আমার বিরুদ্ধে লেখা হয়েছে সেগুলি আমার দল বা উখড়ার মানুষ কেউই বিশ্বাস করবে না। কারা এই কাজ করেছে প্রশ্ন করায় রীতাদেবী বলেন যেহেতু পোস্টারে কারও নাম নেই তাই বিষয়টি পরিষ্কার নয়। তবে আকারে ইঙ্গিতে তিনি দলের ই এক নেতার দিকে আঙুল তোলেন। তিনি বলেন একজন অন্য দল থেকে আমাদের দলে যোগ দিয়েছেন বলে এলাকায় দাবি করেন। তিনি তৃণমূলের কেউ নন তিনি একজন স্বঘোষিত তৃণমূল নেতা। আগে তিনি যে দল করতেন বর্তমানে উখড়া এলাকায় সেই দলের কোনও অস্তিত্বই নেই। পুরনো দল করার সময় একাধিক দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন এখন পিঠ বাঁচাতেই তিনি তৃণমূলের নাম করছেন বলেও অভিযোগ করেন রীতাদেবি। পুরো ঘটনাটি দলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে। অভিযোগের সত্যতা তদন্ত করে ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে বলে রীতাদেবী জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here