eaibanglai
Homeএই বাংলায়জেলে হঠাৎ অসুস্থ অনুব্রত মণ্ডল, নিয়ে যাওয়া হল হাসপাতালে

জেলে হঠাৎ অসুস্থ অনুব্রত মণ্ডল, নিয়ে যাওয়া হল হাসপাতালে

সংবাদদাতা,আসানসোলঃ- রবিবার সকালে আসানসোল সংশোধনাগারের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এরপরই তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে।

সংশোধনাগার সূত্রে জানা গেছে শনিবার জেরার পর রাতে, বুকের মধ্যে অস্বস্তি ও ব্যথা হওয়ার কথা জানান অনুব্রত। এরপরই জেল কর্তৃপক্ষ কোনও রকম ঝুঁকি না নিয়ে রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর শারীরিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। সেই মতো তড়িঘড়ি আসানসোল দক্ষিণ থানার পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়। একইসঙ্গে জানানো হয় জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে। এরপর পৌনে বারোটা নাগাদ আসানসোল দক্ষিণ থানার পুলিশের গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে।

হাসপাতালে প্রথমে তাঁকে ওভজারভেশন রুমে রাখা হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করেন জেলা হাসপাতালের তিন চিকিৎসক ফিজিশিয়ান ডাঃ দেবদীপ রায়, সার্জেন ডাঃ সুমন সরকার ও এমারজেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ কিরিটি নায়েক। পরীক্ষা শেষে সবকিছুই স্বাভাবিক রয়েছে বলে জানান তাঁরা। বেলা সওয়া বারোটা নাগাদ তাঁকে আবার জেলা হাসপাতাল থেকে সংশোধনাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন হাসপাতাল থেকে বেরোনোর সময় তৃণমূলের বীরভূম জেলাসভাপতি বলেন, বুকে সামান্য ব্যথা হচ্ছিল। এখন সব ঠিক আছে। প্রসঙ্গত গরু পাচার মামলায় লাগাতার তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শনিবারও সংশোধনাগারে গিয়ে তাকে জেরা করেন ইডি আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments