সংবাদদাতা, কাটোয়া:- মঙ্গলকোটের কাশিমনগর এ তৃণমূলের জনসভায় অনুব্রত মণ্ডল ফের স্বমহিমায়। পরিষ্কার তিনি জানিয়ে দিলেন এনআরসি মানি না মানবো না। যদি কেউ এনআরসির জন্য কাগজ দেখতে আসেন তাহলে তার পিঠের চামড়া গুটিয়ে দিন দল আপনার পাশে আছে।
নরেন্দ্র মোদি কি ওর বাবার কাগজটা নিয়ে দেশে এসেছিল ও কি কাগজ দেখাতে পারবে । কাগজ দেখাবো না এনআরসি মানবোনা। এই ভাষাতেই আক্রমণাত্মকভাবে সভায় বক্তব্য রাখলেন অনুব্রত মণ্ডল।